মানুষ কি নুর দিয়ে তৈরী ? না, মাটির তৈরী !
১ম অংশ পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন
৩) হযরত মুহাম্মদ (সাঃ) ও মাটির তৈরী মানুষঃ-
৩,১ “তুমি বল, "আমি তো তোমাদের মত একজন মানুষই , ওহীর মাধ্যমে আমাকে
প্রত্যাদেশ দেয়া হয়েছে যে, তোমাদের উপাস্য এক আল্লাহ্ । সুতারাং তাঁর দিকে সত্য
পথে চল; এবং তাঁর নিকট ক্ষমা প্রার্থনা কর”-সূরা হামীম সিজদাহঃ ০৬
৩,২ “বল, "আমি তোমাদের মত একজন মানুষ; [কিন্তু] আমার নিকট ওহী প্রেরণ
করা হয় যে, তোমাদের আল্লাহ্ এক ও অদ্বিতীয় । সুতারাং যে তাহার প্রভুর সাক্ষাৎ
কামনা করে, সে যেন সৎ কাজ করে, এবং প্রভুর এবাদতে কাউকে শরীক না করে” -সূরা কাহফঃ ১১০
৩,৩ “বল:" আমার প্রভু
মহিমান্বিত! আমি তো হচ্ছি কেবল একজন
মানুষ, একজন রাসুল
মাত্র”-বনী ইসরাইলঃ ৯৩
৩,৪ “এটা কি মানুষের জন্য
আশ্চর্য্যের বিষয় যে, আমি তাদেরই
একজনের নিকট আমার
ওহী প্রেরণ করেছি ?”-সূরা ইউনুসঃ ০২
৪) ইবলীস ও জানে মানুষ মাটির তৈরীঃ-
৪,১ (ইবলীস) বললঃ আমি এমন নই যে, একজন মানবকে সেজদা করব, যাকে আপনি পচা কর্দম থেকে তৈরী ঠনঠনে
বিশুষ্ক মাটি দ্বারা সৃষ্টি করেছেন (হিজর-৩৩)
৪,২ আল্লাহ বললেনঃ আমি যখন
নির্দেশ দিয়েছি, তখন তোকে কিসে সেজদা করতে বারণ করল ? সে বললঃ আমি আমি তার চাইতে
শ্রেষ্ঠ । আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন, আর তাকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা । বললেনঃ তুই এখান থেকে নেমে যা
। এখানে অহঙ্কার করার অধিকার তোর নাই । অতএব তুই বের হয়ে যা । নিশ্চয় তুই হীনতমদের
অন্তর্ভূক্ত (সূরাহ আল্ আরাফঃ ১১-১৩)
৫) কাফেররাও স্বাক্ষ্য দিচ্ছে নবী রাসুল মাটির তৈরী
মানুষঃ-
৫,১ “তারা আশ্চর্য হয় যে, তাদের মধ্যে থেকেই তাদের নিকট একজন সতর্ককারী
এসেছে । সুতরাং অবিশ্বাসীরা বলে, "এটা তো বড় আশ্চর্য ব্যাপার !”-সূরা কাফঃ ০২
৫,২ “এরা আশ্চর্য হচ্ছে এই ভেবে
যে, তাদের মধ্য থেকেই তাদের জন্য একজন সর্তককারী
এসেছে এবং অবিশ্বাসীরা বলে যে," এ তো একজন যাদুকর , মিথ্যা বলছে”-সূরা ছোয়াদঃ
০৪
৫,৩ আল্লাহ কি মানুষকে পয়গম্বর করে পাঠিয়েছেন ? তাদের এই উক্তিই মানুষকে ঈমান
আনয়ন থেকে বিরত রাখে (বনী ইস্রাঈল-৯৪)
৫,৪ “তাদের অন্তর [তা নিয়ে]
তুচ্ছ বিষয়ের মত খেলা করে । পাপীরা তাদের গোপন পরামর্শ লুকিয়ে রেখে [বলে]" সে কি তোমাদের মত একজন মানুষ নয় ? তোমরা কি দেখে শুনে যাদুর
কবলে পড়বে ?”-সূরা আম্বিয়াঃ ০৩
৫,৫ “এবং তারা বলে, "এ কি
রকম রসুল, যে [মানুষের
মত] আহার করে
এবং রাস্তা দিয়ে চলাফেরা করে ? তার নিকট কোন ফেরেশতা কেন অবতীর্ণ করা হলো না, যে
তাঁর সাথে থাকতো সতর্ককারীরূপে ? অথবা তাকে ধন ভান্ডার দেয়া হয় নাই কেন অথবা উপভোগের
জন্য তার কোন বাগান নাই কেন ?" দুষ্ট লোকেরা বলে, "তোমরা তো এক
যাদুগ্রস্থ লোকেরই অনুসরণ করছো"-সূরা ফুরকানঃ ০৭-০৮
৫,৬ “কিন্তু তাঁর সম্প্রদায়ের
অবিশ্বাসীদের প্রধাণগণ বলেছিলো, "আমরা তো তোমাকে আমাদের মত মানুষ ব্যতীত আর কিছু দেখছি না । আমাদের মধ্যে যারা
নিম্নস্তরের, অপরিপক্ক বিচারবুদ্ধি সম্পন্ন, তারা ব্যতীত আর কাউকে তোমাকে অনুসরণ
করতে দেখছি না । আমরা আমাদের উপর তোমাদের কোন শ্রেষ্ঠত্ব দেখছি না, বরং আমরা
তোমাদের মিথ্যাবাদী মনে করি”- সূরা হুদঃ ২৭
৫,৭ কাফেররা বললঃ এতো আমাদের মতই মানুষ বৈ নয় , তোমরা যা খাও, সেও তাই খায় এবং তোমরা যা পান
কর, সেও তাই পান করে । যদি তোমরা তোমাদের মত একজন মানুষের আনুগত্য কর, তবে তোমরা
নিশ্চিতরূপেই ক্ষতিগ্রস্থ হবে (মু’মিনুন-৩৩, ৩৪)
৫,৮ তোমরা তো আমাদের মতই মানুষ । তোমরা আমাদেরকে ঐ উপাস্য থেকে বিরত রাখতে চাও, যার ইবাদত আমাদের
পিতৃপুরুষগণ করত (ইবরাহীম-১০)
৬)
‘নবী সৃষ্টিগত দিক থেকে মাটির তৈরী মানুষ’ মর্মে হাদীছ থেকে প্রমাণঃ
৬,১ ‘তিনি
আরো বলেনঃ আমি
তো একজন মানুষ, আমিও তোমাদের মত ভুলে যাই, কাজেই আমি ভুলে গেলে আমাকে তোমরা
স্মরণ করিয়ে দিবে (বুখারী, ছালাত অধ্যায়, হা/৩৮৬, মুসলিম মসজিদ ও ছালাতের স্থান
অধ্যায়, হা/৮৮৯)
৬,২ ‘তিনি
আরো বলেনঃ আমি
তো একজন মানুষ, আমার নিকট বাদী আসে, সম্ভবত তোমাদের একজন অপর জন অপেক্ষা
বেশি বাকপটু হবে, তাই আমি ধারণা করে নিতে পারি যে সে সত্য বলেছে কাজেই সে মতে আমি
তার পক্ষে ফায়ছালা দিয়ে দিতে পারি । তাই আমি যদি তার জন্য কোন মুসলিমের হক
ফায়ছালা হিসাবে দিয়ে থাকি, তাহলে সেটা একটা জাহান্নামের টুকরা মাত্র । অতএব সে
তা গ্রহণ করুক বা বর্জন করুক (বুখারী, মাযালিম অধ্যায়, হা/২২৭৮)
৬,৩ ‘মা
আয়েশাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, রাসূলুল্লাহ (সাঃ) বাড়িতে থাকাকালীন কী কাজ
করতেন ? তদুত্তরে তিনি বলেছিলেনঃ তিনি তো অন্যান্য মানুষের মত একজন মানুষ ছিলেন । তিনি
তার কাপড় সেলাই করতেন, নিজ বকরীর দুধ দোহন করতেন, নিজের সেবা নিজেই করতেন (আহমাদ,হা/২৪৯৯৮, আল আদাবুল মুফরাদ প্রভৃতি,
হাদীছ ছহীহ, দ্রঃ ছহীহুল আদাব আল্ মুফরাদ, হা/৪২০, মুখতাতাছার শামায়েলে তিরমিযী,
হা/২৯৩, ছহীহাহ, হা/৬৭১)
(২য় চলবে)
“সংক্ষিপ্তাকারে দরূদ শরীফ লিখা বৈধ নয়”
উত্তরমুছুনhttp://www.sabujbanglablog.net/1034.html
এই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।
উত্তরমুছুনএই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।
উত্তরমুছুন