রবিবার, ১৭ জুন, ২০১২

কিভাবে এলার্টপে বা পায়জা একাউন্ট তৈরী করা যায় ?



আমরা অনেকে কম্পিউটার ও নেট ব্যবহার করি । আমরা বিভিন্ন কাজের ফাকে সহজে মুলধন ছাড়া অনলাইনে আয়ও করতে পারি । এর বিভিন্ন পদ্ধতি আছে । আমি এখানে একটি পদ্ধতি নিয়ে আলোচনা করব । আপনাদের পছন্দ হলে ফ্রি রেজিস্টার করে আয় করতে পারেন ।

১ম ধাপঃ- ইন্টারনেটে যে কোন কাজ করার জন্য আপনার একটি ই-মেইল এড্রেস প্রয়োজন । যারা নতুন ই-মেইল তৈরীর পদ্ধতি জানুন নীচের লিঙ্ক ক্লিক করে ।

২য় ধাপঃ- একটি অনলাইনে একাউন্ট করতে হবে । alert pay বর্তমানে payza তে একাউন্ট করার পদ্ধতি । নীচের লিঙ্ক ক্লিক করুন ।

www.payza.com এ প্রবেশ করুন ।

Sine up এ click করুন ।
যে page আসবে সেখান থেকে
1. Choose your country থেকে bangladesh সিলেক্ট করুন ।
2. Choose your account type থেকে personael starte এর পাশের রেডিও বাটনে click করুন ।
next এ click করুন ।
যে পেজটি আসবে সেখানে যাবতীয় Information দিয়ে Form টি পূরণ করুন ।
First Name আপনার নামের প্রথম Word টি দিন ।
Last Name আপনার নামের শেষের Word টি দিন ।    
Address Line 1 এ আপনার সম্পূর্ণ ঠিকানাটি লিখুন ।   
City/Town আপনার শহরের নাম লিখুন ।    
Region এ আপনার জিলার নাম দিন ।   
Postal code এ আপনার এলাকার পোস্টাল কোড লিখুন ।     
Country of citizenship এ Bangladesh সিলেক্ট করুন ।   
Home phone এ আপনার ফোন/মোবাইল নাম্বার লিখুন ।     
Occupation এ আপনি কি কাজ করেন তা সিলেক্ট করুন ।       
Date of Birth এ Month থেকে আপনার যে মাসে জন্ম তা সিলেক্ট করুন । Day এবং Year  সিলেক্ট করুন ।  
Next ক্লিক করুন ।
এরপর যে Page আসবে সেখানে
E-mail Addres এর ঘরে আপনার ই-মেইল এড্রেসটি লিখুন ।            
Re-enter e-mail Addres আপনার ই-মেইল আবারো লিখুন ।      
Password এর জায়গায় আপনার মনে থাকে এরকম একটি পাসওয়ার্ড লিখুন ।
Re-enter password এর জায়গায় উপরে দেয়া পাসওয়ার্ড আবারো লিখুন ।
Transaction Pin এর জায়গায় কয়েকটি সংখ্যার একটি নাম্বার লিখুন এবং এটি কোথাও Save করুন ।
Re-enter Transaction Pin এর জায়গায় আগের Pin নাম্বারটি আবারো লিখুন ।           
Sequrity Question # 1 থেকে একটি Question সিলেক্ট করে
Answer # 1 প্রশ্নটির উত্তর দিন ।
Sequrity Question # 2 থেকেও একটি Question সিলেক্ট করে
Answer # 2 এ তার উত্তর দিন ।
এই Question এবং Answer গুলোও মনে রাখবেন । কারন পাসওয়ার্ড বা ইউজারনেম ভুলে গেলে এদের কাজে লাগবে ।
Will this account………..এর নীচে No এর পাশের রেডিও বাটনে click করন ।
Word verification এ ছবিটিতে যে প্যাচানো অক্ষরগুলো রয়েছে তা হুবহু নিচের বক্সে লিখুন । 
I agree to…….এ পাশের চেকবক্সে click করুন ।
Register এ click করুন ।
এরপর আপনার ই-মেইল খুলে দেখুন সেখানে payza থেকে একটি ই-মেইল এসেছে । এ মেইলটি একটি লিংক আছে । লিংটিতে click করুন ।
যে Page টি আসবে সেখানে
Password এর জায়গায় আপনার Password টি দিন ।
Login এ click করুন ।

আপনার payza Account তৈরি হয়ে গেল ।

আরো কিছু জানার বা প্রশ্ন থাকলে যোগাযোগ করতে পারেন ।

                                            (চলবে)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন