শনিবার, ১৬ জুন, ২০১২

কিভাবে জি-মেইল তৈরী করা যায় ?


ইন্টারনেটে যে কোন কাজ করার জন্য আপনার একটি ই-মেইল এড্রেস প্রয়োজন ।

যারা নতুন ই-মেইল তৈরীর পদ্ধতি জানুন ।

Gmail আকাউন্ট করতে www.gmail.com এ ভিজিট করুন ।

এরপর Create an account এ click করুন ।

যে Page আসবে সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফরমটি পূরন করুন ।

First Name আপনার নামের প্রথম Word টি দিন ।

Last Name আপনার নামের শেষের Word টি দিন ।    

এরপর Desired login name এর জায়গায় এমন একটি নাম বা word লিখুন এবং

এই নাম বা ওয়ার্ডটিই হবে আপনার জি-মেইল এড্রেস ।

এরপর check abailability এ click করুন ।

যদি আপনি যে নামটি Choice করেছেন সেটি আগে কেউ নিয়ে থাকে তাহলে দেখাবে

your name is not available এবং এর নিচে কিছু unique নেম দিবে । এগুলো

থেকে একটি সিলেক্ট করতে পারেন অথবা অন্য নাম বা word দিতে পারেন ।

আর ঐ নামে কোন মেইল না থাকলে your name is available আসবে । এটা

আসলেই আপনার দেয়া নামে মেইল তৈরী করতে পারবেন ।

choose password এর স্থানে একটি password দিন ।

password আট অক্ষরের কম না হয় ।

Re-enter password এর জায়গায় উপরে দেয়া পাসওয়ার্ড আবারো হুবহু লিখুন ।

Sequrity Question # 1 থেকে একটি Question সিলেক্ট করে

Answer # 1 প্রশ্নটির উত্তর দিন ।

Recovery e-mail ঘরটি খালি রাখতে পারেন ।

Loction এর স্থানে Bangladesh সিলেক্ট করুন ।

এরপর নিচের Word verification এ ছবিটিতে যে প্যাচানো অক্ষরগুলো রয়েছে তা

হুবহু নিচের বক্সে লিখুন ।

সবশেষে I accept create my account এ click করুন ।

Show me my account এ click করুন ।

এরপর যে Page টি আসবে সেটি আপনার gmail account ।

আরো কিছু জানার বা প্রশ্ন থাকলে যোগাযোগ করতে পারেন ।


বিঃ দ্রঃ লেখাটি নতুন নেট ব্যবহার কারীদের জন্য ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন